সংবাদ শিরোনাম :
আজমির শরীফে শিব মন্দির ছিল, দাবি হিন্দু নেতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

রাজস্থানের আজমিরের বিখ্যাত খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ আসলে একটি শিব মন্দিরের ওপরে বানানো হয়েছিল বলে সেখানকার আদালতে মামলা দায়ের করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত।
হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা সম্প্রতি মামলাটি দায়ের করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সারদার লেখা একটি বইয়ের রেফারেন্স সহ দরগাহ-তে যে মন্দির ছিল তার পক্ষে তিনটি যুক্তি আদালতের সামনে পেশ করেছেন। তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে তাকে ওই ‘মন্দির’ এ পুজো করার অনুমতি দেওয়া হয়।
আজমির দরগাহ-র প্রধান উত্তরাধিকারী এবং খাজা মইনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি এই মামলাটিকে সস্তায় জনপ্রিয়তা পাওয়ার কৌশল বলে বর্ণনা করেছেন। তার কথায়, এরা সমাজ এবং দেশটাকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে।