ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক : মেজর হাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোলার তজুমদ্দিনে ডাকবাংলো’র হলরুমে রোববার রাতে উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং আশাকরি অন্তর্বর্তীকালীন সরকার অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিবেন। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছে।

উপজেলা ছাত্রদল আহবায়ক মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন,বর্তমান অন্তবর্তী সরকার আওয়ামী ষড়যন্ত্রের কারনে দ্রব্যমূল্যের বাজারে সিন্ডিকেট ভাংতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন আলম অভি, মো. হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার হোসেন সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মো. রাসেল আহমেদ প্রমুখসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক : মেজর হাফিজ

আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোলার তজুমদ্দিনে ডাকবাংলো’র হলরুমে রোববার রাতে উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং আশাকরি অন্তর্বর্তীকালীন সরকার অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিবেন। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছে।

উপজেলা ছাত্রদল আহবায়ক মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন,বর্তমান অন্তবর্তী সরকার আওয়ামী ষড়যন্ত্রের কারনে দ্রব্যমূল্যের বাজারে সিন্ডিকেট ভাংতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন আলম অভি, মো. হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার হোসেন সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মো. রাসেল আহমেদ প্রমুখসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।