কিশোরগঞ্জ পাকুন্দিয়া নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

- আপডেট সময় : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ পাকুন্দিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া গ্রামের লুৎফুর রহমান ছেলে মোকসুদ ও তার ছেলে জাবেদ গংয়ের বিরুদ্ধে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মিথ্যা মামলায় হয়রানিসহ বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে ভূক্তভোগী নিরীহ পরিবার এই প্রতিবেদককে জানান।
বুধবার, ১৫ জানুয়ারি উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযোগ করেন এ তথ্য তুলে ধরেন ভূক্তভোগিগণ। জানা গেছে, মঙ্গলবাড়িয়া গ্রামের মোকসুদ গং এর সাথে রাবিয়া পরিবারের দীর্ঘদিন যাবত পারিবারিক মনোমালিন্য চলে আসছে। রাবিয়া খাতুন নানা শশুর ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন যাবত ৯৬ শতাংশও ক্রয় সূত্রে ১০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন।
ঘটনার বাদী পক্ষের রাবিয়া খাতুন জানান, মুকসুদ ও জাবেদ গং ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জমি দখলের চেষ্টা করে এবং বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নেয় ও ঘরের আলমারি ভেঙ্গে নগদ এক লাখ টাকা স্বর্ণ অলঙ্কা সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায় আমার পরিবারের উপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাথে সাথে প্রশাসনের লোক চলে আসছে বিধায় তারা জমি দখল করতে ব্যর্থ হয়। এ বিষয়ে রাবিয়া খাতুন জানান, এটা আমাদের নানা শশুর পৈত্রিক সম্পত্তি গ্রাম্য সালিসের অমান্য করে আমরা জমি দখলের চেষ্টা চালিয়েছে ।
আমরা আমাদের সম্পত্তি দখলে আছি। জাবেদ গং রাতারাতি আমাদের জমি দখলে নেওয়ার অপচেষ্টা করছে। ১৫ জানুয়ারী বুধবার পাকুন্দিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, আমি এ বিষয় অবগত আছি। থানায় মামলা আছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।