ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে: প্রধান উপদেষ্টা নগরীর মশক নিধনে যুক্ত হচ্ছে সেনাবাহিনী: ডিএনসিসি প্রশাসক ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর ওপর হামলার অভিযোগ ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: কায়কোবাদ এখন সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে: আলী রীয়াজ পেটের ক্ষুধায় কচ্ছপ খেতে বাধ্য হচ্ছেন গাজার মুসলিমরা সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তবতীকালীন সরকার: কর্নেল অলি স্পোর্টস হাবকে কেন্দ্র করে স্পোর্টস ইকো-সিস্টেম গড়ে উঠবে বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার  ঢাকা- কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এছাড়াও একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে তিনজন প্রাণ হারান।

এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর  গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

অপরদিকে, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী নিহত হন। আহত চালক ও যাত্রীদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে  জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) নামের দুই যাত্রী মারা যান।এই দুর্ঘটনায় নিহতরা সবাই উপজেলার বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, সিএনজি-চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত একজনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বাকি দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার  ঢাকা- কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এছাড়াও একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে তিনজন প্রাণ হারান।

এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর  গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

অপরদিকে, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী নিহত হন। আহত চালক ও যাত্রীদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে  জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) নামের দুই যাত্রী মারা যান।এই দুর্ঘটনায় নিহতরা সবাই উপজেলার বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, সিএনজি-চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত একজনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বাকি দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।