ঢাকায় ছাত্র-যুব সমাবেশ প্রকাশ্যে জবাইয়ের হুমকিতে আতংকিত সংখ্যালঘুরা
- আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতাকে লঘুকরে জাতীয়-আন্তর্জাতিক মহলে দেখানোর প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু ছাত্র ও যুব ও সংখ্যালঘু সমাজ। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত জমায়েতে নেতৃত্ববৃন্দ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সহিংসতা ঘটে চলেছে। শুধু তা-ই নয়, এক বিশেষ মহল প্রকাশ্যে সংখ্যালঘুদের জবাই করার হুমকি দিচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে সরকারের কোনো যথাযথ পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে আপামর সংখ্যালঘু সম্প্রদায় আশংকিত ও আতংকিত।
ছাত্র যুব ও সংখ্যালঘু নেতৃবৃন্দ সম্প্রতি অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামানের হাইকোর্টের এক মামলার শুনানিতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার পক্ষে প্রদত্ত অভিমতকে গনতন্ত্র, মুক্তিযুদ্ধ ও ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্খার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের গতকাল রংপুরের শান্তিপূর্ণ সমাবেশকে বানচালের লক্ষে যোগদানেচ্ছুক হিন্দু সম্প্রদায়ের উপর উপর্যুপরি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে ছাত্র ও যুব নেতৃবৃন্দ বলেন, এহেন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে। ভাবমূর্তি ক্ষুন্নকারী হামলাকারীদের এবং মহাসমাবেশ বানচালের অপচেষ্টা কারিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন।
জমায়েতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকার, সুস্মিতা সরকার, তাপস দত্ত, আদেশ সাহা, রঞ্জিত সেনগুপ্ত, প্রমুখ।
জমায়েত শেষে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ এবং সহিংসতাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান সহকারে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে জমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।