ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন

দালালের দৌরাত্ম্য রোধে চাষী থেকে সরাসরি চা কিনবো : চা বোর্ডের চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন জানিয়েছেন, চা চোরাচালান ও দালালের দৌরাত্ম্য রোধে পঞ্চগড়ে চাষী থেকে সরাসরি চা কিনবে বোর্ড। আজ মঙ্গলবার দুপুরে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় চা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন- আগামী বছর পঞ্চগড়ে কয়েকটি চা পাতা ক্রয় কেন্দ্র স্থাপন করবে চা বোর্ড। তখন বাগানে গিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি চা কিনে সেগুলো কারখানায় সরবরাহ করা হবে। সমতলের চা শিল্পের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এই ব্যবস্থা নিচ্ছে চা বোর্ড। সমতলের অর্ধেক চা নিলাম বাজারে যায় না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

একই সঙ্গে যেসব কারখানা অবৈধ প্রক্রিয়ায় চা কেনা-বেচায় জড়িত থাকবে সেই কারখানাও বন্ধ করে দেয়া হবে। কোন কারখানার চা আটক হলে ওই কারখানা বন্ধ করে দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড। একই সঙ্গে চা শিল্পের উন্নয়নে টি টেস্টের ক্ষেত্রে ব্লাইন্ড টি টেস্ট সিস্টেম চালুর পরিকল্পনা করা হচ্ছে। চা শিল্পের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিসময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বক্তব্য রাখেন।

এসময় চা বোর্ডের সদস্য ড. পীযূষ দত্ত, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক ইউসুফ চৌধুরী, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের প্রতিনিধি, বিডার, বায়ার, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দালালের দৌরাত্ম্য রোধে চাষী থেকে সরাসরি চা কিনবো : চা বোর্ডের চেয়ারম্যান

আপডেট সময় : ১১:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন জানিয়েছেন, চা চোরাচালান ও দালালের দৌরাত্ম্য রোধে পঞ্চগড়ে চাষী থেকে সরাসরি চা কিনবে বোর্ড। আজ মঙ্গলবার দুপুরে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় চা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন- আগামী বছর পঞ্চগড়ে কয়েকটি চা পাতা ক্রয় কেন্দ্র স্থাপন করবে চা বোর্ড। তখন বাগানে গিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি চা কিনে সেগুলো কারখানায় সরবরাহ করা হবে। সমতলের চা শিল্পের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এই ব্যবস্থা নিচ্ছে চা বোর্ড। সমতলের অর্ধেক চা নিলাম বাজারে যায় না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

একই সঙ্গে যেসব কারখানা অবৈধ প্রক্রিয়ায় চা কেনা-বেচায় জড়িত থাকবে সেই কারখানাও বন্ধ করে দেয়া হবে। কোন কারখানার চা আটক হলে ওই কারখানা বন্ধ করে দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড। একই সঙ্গে চা শিল্পের উন্নয়নে টি টেস্টের ক্ষেত্রে ব্লাইন্ড টি টেস্ট সিস্টেম চালুর পরিকল্পনা করা হচ্ছে। চা শিল্পের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিসময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বক্তব্য রাখেন।

এসময় চা বোর্ডের সদস্য ড. পীযূষ দত্ত, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক ইউসুফ চৌধুরী, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের প্রতিনিধি, বিডার, বায়ার, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।