দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না : ডা. শফিকুর
- আপডেট সময় : ১১:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এখানে সবাই আমরা ভাই-ভাই। কোনো ভেদাভেদ নেই; কিন্তু সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র করছে পতিতরা। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক (ঢাকা অঞ্চল দক্ষিণ) সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। কী কারণে মুক্ত হয়নি তা এ দেশের প্রতিটা মানুষই জানেন। তিনি বলেন, বিগত সময়ে সমাজে যে বৈষম্য তৈরি হয়েছিল, সেই বৈষম্য এখনও সরে যায়নি। স্বৈরাচার পতন হয়েছে, তারা তো পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু যারা তাদের অপকর্ম পালন করছেন তারা জাতির বন্ধু হতে পারেন না।