ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে : মির্জা ফখরুল মতিঝিল আরামবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে: পরিবেশ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ বিচার শেষ হওয়ার আগে আ. লীগের কার্যক্রম-নিবন্ধন স্থগিত করতে হবে : রাশেদ খান ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত উত্তরবঙ্গের বৈষম্য ঘোচাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার : আসিফ মাহমুদ সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বড় দিন উদযাপিত জাহাজে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা ৭ জনকে: র‍্যাব

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌঁনে একটার দিকে আইরিন (১৩) নামে এক কিশোরী এবং বিকেলে পৌঁনে ৪ টার দিকে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। নিহত আইরিন জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. বাবুলের মেয়ে। অন্যদিকে, নিহত নুরজাহান বেগম উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি-চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে চৌরাস্তা-চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সিএনজি- চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে অটোরিকশা থেকে ছিঁটকে পড়ে আপন দুইবোন আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ২৫০-শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, শনিবার বিকালে নিজের বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে গিয়েছিলেন। চৌমুহনী পৌর এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস ট্রাকের ধাক্কায় একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌঁনে একটার দিকে আইরিন (১৩) নামে এক কিশোরী এবং বিকেলে পৌঁনে ৪ টার দিকে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। নিহত আইরিন জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. বাবুলের মেয়ে। অন্যদিকে, নিহত নুরজাহান বেগম উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি-চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে চৌরাস্তা-চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সিএনজি- চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে অটোরিকশা থেকে ছিঁটকে পড়ে আপন দুইবোন আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ২৫০-শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, শনিবার বিকালে নিজের বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে গিয়েছিলেন। চৌমুহনী পৌর এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস ট্রাকের ধাক্কায় একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।