ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক রিপোর্ট বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন : চেয়ারম্যান গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন : রিজভী দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে : সারজিস আলম হাসিনা ও পরিবারের সদস্যদের রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি : অনুসন্ধানে দুদক বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনালে বিজিবি ও বাংলাদেশ আনসার জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সজাগ ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক সমাজের বোনম্যারোতে সমস্যা, এখন দরকার নতুন ব্যবস্থা : জামায়াত আমির

ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার।

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করে আসছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না।

ব্যক্তিগত সফরে বুধবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন বিএনপি মহাসচিব। এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে : মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার।

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করে আসছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না।

ব্যক্তিগত সফরে বুধবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন বিএনপি মহাসচিব। এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।