ফ্যাসিবাদী শক্তি প্রতিহতে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরওয়ার
- আপডেট সময় : ১১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ বলেছেন, ৫ আগস্ট বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার পাল্টা-বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে।
খুলনা প্রেসক্লাবের (কেপিসি) হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য পরওয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এসব অপশক্তিকে প্রতিহত করব। জামায়াত নেতা বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য ইতোমধ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
তবে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, প্রশাসন ও সংবিধানে মৌলিক সংস্কার না করে এগোনো সম্ভব নয়। কেপিসি’র আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও খুলনা অঞ্চলের জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আঞ্চলিক দলের সদস্য মাস্টার শফিকুল আলম।
কেন্দ্রীয় মজলিস-ই-সুরার সদস্য ও খুলনা মহানগরের আমীর মো. প্রফেসর মাহফুজুর রহমান ও জেলা শাখার আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগর শাখার মহাসচিব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা শাখার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পরওয়ার প্রেসক্লাবের উন্নয়নে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে কেপিসি নির্বাহী কমিটির কাছে তিন লাখ টাকা হস্তান্তর করেন।