যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট পাঁচ আইনপ্রণেতার বাড়িতে হামলার হুমকি
- আপডেট সময় : ১১:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
নব নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট ক্যারোলিনসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের পর এবার বোমা হামলার হুমকি পেয়েছেন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের পাঁচ ডেমোক্র্যোটিক আইনপ্রণেত।এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য বাছাইকৃত একাধিক সদস্য গেল মঙ্গল ও বুধবার বোমা হামলার হুমকি পান। এই ঘটনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই একই রকম হুমকি পেলেন কয়েকজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে আজ একথা বলা হয়েছে।
এক বিবৃতিতে হুমকি পাওয়ার কথা জানান তারা। হুমকি পাওয়া আইনপ্রণেতারা হলেন রিপ্রেজেন্টেটিভ জিম হিমস, জাহানা হেজ, জন লারসন, জো কার্টনি এবং সিনেটর ক্রিস মরফি। জানা গেছে, কানেটিকাট অঙ্গরাজ্যের ওই আইনপ্রণেতার বাড়ির মেইলবক্সে পাইপ বোমা রেখে যাওয়ার কথা বলে তাদেরকে ই-মেইল পাঠানো হয়। যদিও তাৎক্ষণিকভাবে পুলিশ তদন্ত শুরু করলে কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।
তবে রহস্য উদঘাটনে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির পুলিশ। হুমকি দেয়া হলেও অনাকাঙ্খিত কিছু ঘটবে না এমন আশাবাদ ব্যক্ত করেছেন রিপ্রেজেন্টেটিভ জিম হিমস। তিনি বলেন, এই দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এরআগে গত মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনে মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেয়া হয়।
দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলেছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এই সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছেন। টার্গেট করা ব্যক্তির বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এইসব ভুয়া কল করা হয়েছিল। ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।