রাষ্ট্র সংস্কার করতে চাই, নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নাই : নুর
- আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নাই। শেখ হাসিনার ১৫ বছরে অত্যাচার সহ্য করেছি। আমরা আরো সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গণঅধিকার পরিষদের গণসমাবেশে এ সব কথা বলেন সাবেক ডাকসু ভিপি নুর।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নুর আরও বলেন, ‘দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে । সরকার এ পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই। প্রশাসনে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। চট্টগ্রামে আওয়ামী ফ্যাসিবাদীরা মিছিল করেছে। গণধিকার পরিষদের নেতাকর্মীরা তৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেছে ।
সরকারের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে ফ্যাসিবাদ আবারো মাথা ছাড়া দিয়ে উঠবে। দুর্বলতা কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার কথা বলেছেন নুর, ‘সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনীতি দলগুলোর সাথে বসে আলাপ-আলোচনা করে পরামর্শ নিন । ব্যর্থ হলে ছেড়ে দিন। জনগণ আস্থা-বিশ্বাস নিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে।
আপনার সেই আস্থা বিশ্বাসকে নষ্ট করবেন না । গণ অধিকার পরিষদ আগামীতে সারাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাধাওয়াত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।