ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে : মির্জা ফখরুল মতিঝিল আরামবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে: পরিবেশ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ বিচার শেষ হওয়ার আগে আ. লীগের কার্যক্রম-নিবন্ধন স্থগিত করতে হবে : রাশেদ খান ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত উত্তরবঙ্গের বৈষম্য ঘোচাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার : আসিফ মাহমুদ সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বড় দিন উদযাপিত জাহাজে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা ৭ জনকে: র‍্যাব

শহিদ পরিবারকে স্বাবলম্বী করতে সরকার আর্থিক সহায়তা দেবে : সালেহউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকার ভোগী শহিদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন। আজ ঢাকায় এসডিএফ কার্যালয়ের সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফের সদস্য শহিদ পরিবার এবং আহতদের এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসডিএফ’র সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করে যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল। বিশ্ব ব্যাংকের সহায়তায় এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুফমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০ জেলার উপকার ভোগী পরিবারের ৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে শহিদ হন। এ আন্দেলনে ৪৯ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর ছিল।

এছাড়াও বহুসংখ্যক সদস্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে এসডিএফের শহিদ সাত সদস্যের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা করে এবং আহত ৩৩ সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অর্থ সহায়তার পাশাপাশি আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র বিমোচন ও জীবিকায়ন কর্মকান্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফের পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শহিদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জুলাই-আগস্টে সংঘঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্প ভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। এসডিএফ বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠাকাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহিদ পরিবারকে স্বাবলম্বী করতে সরকার আর্থিক সহায়তা দেবে : সালেহউদ্দিন

আপডেট সময় : ১১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকার ভোগী শহিদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন। আজ ঢাকায় এসডিএফ কার্যালয়ের সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফের সদস্য শহিদ পরিবার এবং আহতদের এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসডিএফ’র সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করে যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল। বিশ্ব ব্যাংকের সহায়তায় এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুফমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০ জেলার উপকার ভোগী পরিবারের ৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে শহিদ হন। এ আন্দেলনে ৪৯ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর ছিল।

এছাড়াও বহুসংখ্যক সদস্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে এসডিএফের শহিদ সাত সদস্যের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা করে এবং আহত ৩৩ সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অর্থ সহায়তার পাশাপাশি আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র বিমোচন ও জীবিকায়ন কর্মকান্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফের পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শহিদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জুলাই-আগস্টে সংঘঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্প ভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। এসডিএফ বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠাকাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।