ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ‘নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প’ চালু করেছে ডিএমপি-ডিএনসিসি এনসিপি থেকে যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি কক্সবাজার বিমানবন্দর থেকে জুলাই মাসে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: সিএএবি আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় ৩ জন গ্রেফতার বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে: হাথুরুসিংহ

শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে : শ্রম উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা ৮৪ ভাগ অর্জিত হয় আরএমজি খাত থেকে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়।

পোশাক খাতের এ অভূতপূর্ব সাফল্যের পিছনে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের যে বিরাট অবদান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে। উপদেষ্টা সাখাওয়াত গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত গ্যাপেক্সপো মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এক তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আরো বলেন, বর্তমানে শতভাগ রপ্তানিমুখী ২ হাজার ১ শত গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান বিজিএপিএমই-এর সদস্য। এ সমস্ত সদস্য প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ ৪০ হাজার কোটি টাকার ওপরে, কর্মরত জনবল ৭ লক্ষাধিক আর ভ্যালু এডিশন ৩০ থেকে ৪০ শতাংশ।

তিনি বলেন, বিগত অর্থবছরে মোট রপ্তানি ৬ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি রপ্তানি। বর্তমানে ১৮টি দেশে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং এর ২১ ধরনের পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। এটি এ সেক্টরের একটি বিরাট অর্জন।

ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিগত স্বৈরাচারী সরকার অর্থ পাচার করেছে। তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পুরো ব্যাংকিং সেক্টরকে কলাপস করেছে। গার্মেন্টস সেক্টর নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ সেক্টরকে বাঁচাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে : শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা ৮৪ ভাগ অর্জিত হয় আরএমজি খাত থেকে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়।

পোশাক খাতের এ অভূতপূর্ব সাফল্যের পিছনে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের যে বিরাট অবদান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে। উপদেষ্টা সাখাওয়াত গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত গ্যাপেক্সপো মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এক তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আরো বলেন, বর্তমানে শতভাগ রপ্তানিমুখী ২ হাজার ১ শত গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান বিজিএপিএমই-এর সদস্য। এ সমস্ত সদস্য প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ ৪০ হাজার কোটি টাকার ওপরে, কর্মরত জনবল ৭ লক্ষাধিক আর ভ্যালু এডিশন ৩০ থেকে ৪০ শতাংশ।

তিনি বলেন, বিগত অর্থবছরে মোট রপ্তানি ৬ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি রপ্তানি। বর্তমানে ১৮টি দেশে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং এর ২১ ধরনের পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। এটি এ সেক্টরের একটি বিরাট অর্জন।

ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিগত স্বৈরাচারী সরকার অর্থ পাচার করেছে। তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পুরো ব্যাংকিং সেক্টরকে কলাপস করেছে। গার্মেন্টস সেক্টর নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ সেক্টরকে বাঁচাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।