সংঘবদ্ধ ডাকাতের হানা ৮ মিনিটে উধাও ৭০ বস্তা চাল

- আপডেট সময় : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুব এলাকায় হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। ওই এলাকার একটি দোকান থেকে মাত্র ৮ মিনিটে ৭০ বস্তা চাল ও নগদ ২ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার তুষারধারা এভিনিউ রোডে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে পাইকারী চালের দোকানে ডাকাতির এ ঘটনা ঘটে।
দোকান মালিক ও ব্যবসায়ী মো. রাহিম আহমেদ জানিয়েছেন, সোমবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় ফিরে যান তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙা। এরপর দোকানে প্রবেশ করে দেখেন দোকান থেকে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল নেই। সেই সঙ্গে ক্যাশ ভেঙ্গে নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে ডাকাত দল।
এরপর তিনি দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন। ফুটেজে দেখা গেছে, গভীর রাতে একটি মিনি পিকআপ নিয়ে ৮ জনের ডাকাতদল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মাত্র ৮ মিনিটের মধ্যে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল এবং ক্যাশে থাকা ২ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের কাজ। ডাকাতির এই ঘটনায় এলাকার অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।