ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত কাজের উদ্যোগ নিতে হবে: শেখ মইনউদ্দিন ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: বাংলাদেশ ব্যাংক ক্ষমতা কুক্ষিগত করতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জরিপ দূরগ্রহে ‘প্রাণের আভাস’-এর দাবি নিয়ে সংশয় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি চলতি মে মাসেই নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ মেঘনায় ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ২৮ হাজার ৯৬৫ জন ১৮ কোটি মানুষের গর্বের প্রতীক আপনি, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনা : ফারুক আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত কাজের উদ্যোগ নিতে হবে: শেখ মইনউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেছেন, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত কাজের উদ্যোগ নিতে হবে। পুরো জিনিসটা আসলে থাকা উচিত আন্ডার ওয়ান আমব্রেলা। আজ সকালে বিআরটিএ ভবনে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বিষয়ে ‘জাতীয় সংলাপ’- এ একথা বলেন।

শেখ মইনউদ্দিন বলেন, আমাদের অভিজ্ঞতার কোনও অভাব নেই, কিন্তু সড়ক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে। আমাদের যা দরকার তা হচ্ছে, একটা কানেকশন তৈরি করে সড়ক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। এর সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দেশে সড়ক ব্যবহারে নিরাপদভাবে পরিচালনার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। যানবাহনের বিষয়ে পরিকল্পনা, কার্যক্রম, নিরাপত্তা ও ব্যবস্থাপনার উপর নির্ভরশীল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সড়ক নিরাপত্তার সঙ্গে কারিগরি, কঠোর নিয়ম-কানুন ও শিক্ষার বিষয়গুলো বিশেষভাবে জড়িত। সড়কে নিরাপত্তা দিতে সরকার গৃহীত বিষয়গুলো সর্বসাধারণের সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমও বিশেষ ভূমিকা রাখতে পারে। বিআরটিএ’র চেয়াম্যান মো. ইয়াসিন বলেন, সম্মিলিতভাবে কাজ করার ফলে গত ঈদে জনতুষ্টির জায়গা তৈরি হয়েছে। সারা দেশে ৬ লাখ যানবাহনের কাগজপত্র আপডেট করা হয়নি। ৭৮ হাজার যানবাহন ভুয়া নাম্বার প্লেট নিয়ে সড়কে চলছে।

জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বিআরটির সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতি মাসে গণশুনানি চালু করা হয়েছে।সংলাপের সভাপতিত্ব করেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। সভায় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত কাজের উদ্যোগ নিতে হবে: শেখ মইনউদ্দিন

আপডেট সময় : ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেছেন, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত কাজের উদ্যোগ নিতে হবে। পুরো জিনিসটা আসলে থাকা উচিত আন্ডার ওয়ান আমব্রেলা। আজ সকালে বিআরটিএ ভবনে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বিষয়ে ‘জাতীয় সংলাপ’- এ একথা বলেন।

শেখ মইনউদ্দিন বলেন, আমাদের অভিজ্ঞতার কোনও অভাব নেই, কিন্তু সড়ক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব রয়েছে। আমাদের যা দরকার তা হচ্ছে, একটা কানেকশন তৈরি করে সড়ক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। এর সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দেশে সড়ক ব্যবহারে নিরাপদভাবে পরিচালনার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। যানবাহনের বিষয়ে পরিকল্পনা, কার্যক্রম, নিরাপত্তা ও ব্যবস্থাপনার উপর নির্ভরশীল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সড়ক নিরাপত্তার সঙ্গে কারিগরি, কঠোর নিয়ম-কানুন ও শিক্ষার বিষয়গুলো বিশেষভাবে জড়িত। সড়কে নিরাপত্তা দিতে সরকার গৃহীত বিষয়গুলো সর্বসাধারণের সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমও বিশেষ ভূমিকা রাখতে পারে। বিআরটিএ’র চেয়াম্যান মো. ইয়াসিন বলেন, সম্মিলিতভাবে কাজ করার ফলে গত ঈদে জনতুষ্টির জায়গা তৈরি হয়েছে। সারা দেশে ৬ লাখ যানবাহনের কাগজপত্র আপডেট করা হয়নি। ৭৮ হাজার যানবাহন ভুয়া নাম্বার প্লেট নিয়ে সড়কে চলছে।

জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বিআরটির সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতি মাসে গণশুনানি চালু করা হয়েছে।সংলাপের সভাপতিত্ব করেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। সভায় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রমুখ।