সরকারের লক্ষ্য খাদ্য মজুদ বাড়ানো : খাদ্য উপদেষ্টা
- আপডেট সময় : ১০:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের লক্ষ্য খাদ্যের মজুদ বাড়ানো। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন। শুরুতে আলী ইমাম মজুমদার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আন্দোলনের সময় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা কর্মকর্তাদের খাদ্য মন্ত্রণালয়ের সমস্যা চিহ্নিত করার পর চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
বেসরকারি কোম্পানিগুলোকে খাদ্য আমদানিতে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য আমদানির জন্য ইতোমধ্যে কিছু চুক্তিও করা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।