ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে ৮টি মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮টি প্রশাসনিক বিভাগে ৮টি মতবিনিময় সভা করবে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার সার্কিটহাউজ রোডস্থ তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রথম সভা কমিশন প্রধান কামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কমপক্ষে ৮টি বিভাগে আঞ্চলিক মতবিনিময় সভার আয়োজন করে মতামত গ্রহনের সিদ্ধান্ত হয়েছে।

আজ গণমাধ্যম সংস্কার কমিশনের একটি দায়িত্বশীল সুত্র বাসসকে জানান, কমিশনে এখন পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম পাওয়া যায়নি। ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম না পাওয়ায় কর্মপরিকল্পনা গ্রহণে বিলম্ব হতে পারে। তাই ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম যাতে দ্রুত পাওয়া যায় সেই লক্ষ্যে কমিশন জোর তাগিদ দিচ্ছে।

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমে কর্মরত সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কমিশনের প্রথম সভায় এ বিষয় আলোচনা করা হয়। অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এছাড়াও জনগণের আস্থা অর্জনে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। তথ্য ভবনের ১৬ তলায় কমিশনের কার্যালয় নির্ধারণ করা হয়েছে। এই সংস্কার কমিশন ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন জমা দিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে ৮টি মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮টি প্রশাসনিক বিভাগে ৮টি মতবিনিময় সভা করবে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার সার্কিটহাউজ রোডস্থ তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রথম সভা কমিশন প্রধান কামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কমপক্ষে ৮টি বিভাগে আঞ্চলিক মতবিনিময় সভার আয়োজন করে মতামত গ্রহনের সিদ্ধান্ত হয়েছে।

আজ গণমাধ্যম সংস্কার কমিশনের একটি দায়িত্বশীল সুত্র বাসসকে জানান, কমিশনে এখন পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম পাওয়া যায়নি। ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম না পাওয়ায় কর্মপরিকল্পনা গ্রহণে বিলম্ব হতে পারে। তাই ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম যাতে দ্রুত পাওয়া যায় সেই লক্ষ্যে কমিশন জোর তাগিদ দিচ্ছে।

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমে কর্মরত সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কমিশনের প্রথম সভায় এ বিষয় আলোচনা করা হয়। অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এছাড়াও জনগণের আস্থা অর্জনে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। তথ্য ভবনের ১৬ তলায় কমিশনের কার্যালয় নির্ধারণ করা হয়েছে। এই সংস্কার কমিশন ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন জমা দিবে।