বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে অধীন সব অফিসে চারদিনের বিশেষ সেবা কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), প্রতিরক্ষা হিসাব অধিদপ্তর (সিজিডিএফ), বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও তার অধীন সংস্থাসমূহের অধীন সব অফিসে এই বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অডিট ইউনিট থেকে আগত সেবা প্রার্থীদের জন্য বিশেষ বুথ স্থাপন করে এই সেবা প্রদান করা হয়।এই কার্যক্রমের আওতায় মোট ৬২জন সেবা প্রার্থীকে পাঁচ ধরনের সেবা প্রদান করা হয়।
এর মধ্যে ছিল: অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়ে পরামর্শ প্রদান, অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে অডিট আপত্তির জবাব যাচাই, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের অডিট আপত্তির মিল নিশ্চিতকরণ ও সম্মানিত পেনশনভোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.