ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন ‘র’ প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন

অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন : এবি পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রমজান শুরুর আগেই আমরা ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। এবি পার্টি’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণইফতারের আজ তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিন, রোজাদারদের জীবন যাত্রা সহজ করুন।

মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, যানজট নিরসনে আমরা এখনো কার্যকর কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।মজিবুর রহমান মঞ্জু উপস্থিত মেহনতি মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না। আমাদের মনে রাখতে হবে, যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায় না, আল্লাহ তায়ালাও তাদের ভাগ্য পরিবর্তন করেন না।

তিনি উপস্থিত সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি। গণ-ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া ও মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন : এবি পার্টি

আপডেট সময় : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রমজান শুরুর আগেই আমরা ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। এবি পার্টি’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণইফতারের আজ তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিন, রোজাদারদের জীবন যাত্রা সহজ করুন।

মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, যানজট নিরসনে আমরা এখনো কার্যকর কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।মজিবুর রহমান মঞ্জু উপস্থিত মেহনতি মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না। আমাদের মনে রাখতে হবে, যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায় না, আল্লাহ তায়ালাও তাদের ভাগ্য পরিবর্তন করেন না।

তিনি উপস্থিত সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি। গণ-ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া ও মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।