পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক গত ০৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ১৮৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।
এই অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আনুমানিক ৪৬,২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
এদিকে, আজ ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আরও একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.