প্রায় আট ঘন্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রুটের মধ্যে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় গতরাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।
উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনাহেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিলো।
এদিকে ঘন কুয়াশায় নদীর উপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে ৮.১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ জানান, রোববার রাত ১২:৩০ টা থেকে সোমবার সকাল ৮:৪০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.