সীমান্ত নিয়ে আওয়ামী লীগ প্রতিবেশি ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো কথা বলতো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্র হিসেবে আমরা চাই, ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতার সম্পর্ক হবে। গোলামীর সম্পর্ক নয়। ১৬ বছরে আওয়ামী লীগ সীমান্তের ব্যাপারে প্রতিবাদ করতে পারে নাই। তারা ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো কথা বলেছিলেন। এখন তারা ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা মোড়ের মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমাদের কষ্ট লাগে, আমরা দেখি, সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশি মানুষদের হত্যা করা হয়। ওপারের কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংকট সৃষ্টি করতে চায়। তারা মুসলমানদের নিয়ে গালি দেয়। বিজেপির শুভেন্দু অধিকারীসহ বিজেপির লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলে।
তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা সহজ নয়। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের একদিক থেকে চীন গুতা দেয়, একদিক থেকে পাকিস্তান। চীন-পাকিস্তান সামলাতেই আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিন দিক থেকে গুতো শুরু হলে আপনারা টিকতে পারবেন না। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা বুকের রক্ত দিয়ে দেশ থেকে চাঁদাবাজদের হটিয়েছি।
দখলদারদের আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন কি দখল আর চাঁদাবাজি বন্ধ হয়েছে। এখন চাঁদাবাজ দখলদার কারা। আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি। রাজনৈতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের স্বভাব চরিত্র যদি আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে। জনগণ কিন্তু ভোটের মাধ্যমে তার জবাব দিবে। নুর বলেন, আমরা আর আওয়ামী জামানার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না।
সময় এসেছে, এইবার যদি পরিবর্তন করতে না পারেন, পরবর্তীতে আফসোস করবেন। আমি বলবো না যে, আমার দলের লোককে ভোট দেন। যারা ভালো, তাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, গণধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট, দখলের অভিযোগ নাই। এজন্য তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে বিশ্বাস করতে পারেন। সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ পেলে আমরা দেশকে বদলে দিতে চাই, আমরা আমৃত্যু চেষ্টা চালিয়ে যাব।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.