বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, আমরা সব রং, শব্দ, গান ও স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ মানুষ । বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় নানান ক্যাটাগরিতে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে, কিছু না পারা ও ব্যর্থতা আছে। আমাদের কোনো কারণে মনে করা উচিত না দুটো পা, দুটো হাত ও দুটো চোখ আছে বলেই আমরা ঐ বিশেষ ক্যাটাগরিতে পড়ি না। মহাপরিচালক বলেন, অন্য অনেকের মতো আমাদের সবার কিছু সমস্যা আছে।
সুতরাং আমরা যেন একে অপরকে সাহায্য করে যাই। এরকম পরিস্থিতিতে বিশেষ মানুষদের আমাদের সেলিব্রেট করা উচিত। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সায়মা আরজু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.