ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনার পর ইইউ দেশটির দামেস্কে তাদের মিশন পুনরায় চালু করতে যাচ্ছে। ফ্রান্সের স্ট্র্যাসবার্গ থেকে এএফপি মঙ্গলবার এ খবর জানায়।
ইউরোপীয় সংসদে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস বলেন, ‘আমরা সিরিয়ায় আবার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস খুলতে প্রস্তুত। আর আমরা এটি পুরোদমেই চালু করতে চাই। আমি মনে করি সিরিয়ায় আমাদের দূতাবাস পুনরায় খোলা খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.