কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৫ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি সাঁজোয়া যুদ্ধযান, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে।
শনিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় ২২৫ জন সৈন্য, তিনটি সাঁজোয়া যুদ্ধযান, একটি সাঁজোয়া কমব্যাট যান, সাতটি যানবাহন, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ১৫২ মিমি ডি-২০ অস্ত্র, এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন নির্মিত HIMARS মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র এবং ১০২টি বিমান সদৃশ্য ড্রোন ধ্বংস করেছে। তাস
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.