রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন। বুধবার ক্রেমলিন সূত্রের উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন আগের দিন কুরস্ক অঞ্চল সফর করেছেন।
সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন গভর্নর এবং অন্যদের সাথে বৈঠক করেন। ইউক্রেনীয় সৈন্যরা ২০২৪ সালের আগস্টে কুরস্ক অঞ্চলের কিছু অংশের নিয়ন্ত্রণ দখল করে, কিন্তু এপ্রিলের শেষের দিকে উত্তর কোরিয়ার সৈন্যদের সহায়তায় মস্কোর বাহিনী তাদেরকে তাড়িয়ে দেয়।
রাশিয়া ২৪ চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, পুতিন আরামে এবং হাসিমুখে চা এবং মিষ্টি দিয়ে সাজানো একটি বড় টেবিলের চারপাশে এ অঞ্চলের মানুষজনের সাথে বসে আছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং শহরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। পুতিন এর আগে গত মার্চের শেষে কুরস্ক সফর করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.