ইসরায়েল ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই চার জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। ইসরায়েল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় চারজন জিম্মির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চারজন জিম্মির মরদেহবাহী কফিন আমরা পেয়েছি। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে তারা বাস থেকে নেমে যেতে দেখেছেন।
গত সপ্তাহে তাদের মুক্তি দেওয়ার কথা ছিল। তবে জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জেল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকে বন্ধু বা স্বজনেরা কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা যায়।
অন্যদিকে হামাস যে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.