চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয়দের হামলা, গাছ কাটা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। তারা হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর দাবি জানায়। রোববার বিকেল চারটায় রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। সেখানেই তারা এ দাবি জানায় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ ও উগ্র ভারতীয়রা বাংলাদেশের জনগণের ওপর হামলা করেছে। ভারতের কাছে এই হামলার জবাব চাইতে হবে। এই হামলার বিরুদ্ধে গতকাল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছে। বিজিবিও সিংহের হুংকার দিয়েছে। রাশেদ খান বলেন, এর আগে বিএসএফ বাংলাদেশের নাগরিককে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে।
সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে হবে। এমনভাবে বলতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এর পর থেকে সীমান্তে কোনো হত্যাকাণ্ড হলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। দলের উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন বলেন, বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী সীমান্ত হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত। আগামী দিনে এ দেশের মানুষ ভারতকে আর ছাড় দেবে না।
তিনি বলেন, এবার তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়া হবে। দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সীমান্তে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, ভারতকে তা অনুধাবন করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আইনজীবী নাজিম উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান, হাবিবুর রহমানসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.