সংবাদ শিরোনাম :
উত্তরায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দিনব্যাপী র্যাব-১ এর উদ্যোগে দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি ও সুমাইয়া বেকারি এবং উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় তেজগাঁও বিএসটিআই’র পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ পন্থা অবলম্বনের দায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।
ফ্যাক্টরিগুলোতে ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসংগতি পরিলক্ষিত হলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।