কাপাসিয়ার টোকে শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ মনজুরুল হক গাজী: গাজীপুরের কাপাসিয়ার টোকে– বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি’র আয়োজনে শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মানব উন্নয়ন চত্ত্বর – ডুমদিয়া উত্তরপাড়ায় টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারে এই শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়।
ড. মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মনজুরুল হক গাজীর সঞ্চালনায় এ শিক্ষক উন্নয়ন সংলাপে এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় বিভিন্ন শিক্ষকবৃন্দ শিক্ষক উন্নয়ন বিষয়ে তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন।
শিক্ষক উন্নয়ন সংলাপ শেষে সমিতির মাসিক সভায়–সমিতির পূর্নাঙ্গ গঠনতন্ত্র ও নীতিমালা প্রনয়ন, সমিতির সদস্য বৃদ্ধি ও সদস্যদের সঞ্চয় অভ্যাসকরণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।