জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রাজধানীর কামরাঙ্গীরচরের কয়েকটি এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজসহ আরো ৪টি নামবিহীন কারখানার অবৈধ লাইনসমূহ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
যার মধ্যে রয়েছে ১২ বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪ টি, স্টার বার্নার ৬টি এবং এগুলোতে ব্যবহৃত গ্যাসের পরিমান পরিমাণ ৮ হাজার ২শ’ সিএফটি । এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর, বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম ও ১০ টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ধানমণ্ডির মহাব্যবস্থাপককে এ বিষয়ে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.