কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ভোর সাড়ে ৪টায় আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসী, দুইটি হার্ডওয়্যার, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান।
হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.