ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার বঞ্চিতের ক্ষোভ থেকে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে : হাসনাত হোয়াইট হাউসের আয়তন কি ট্রাম্প ও মাস্ককে ধারণ করতে পারবে? স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই উঠে না দেশে সারের কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল : কৃষি উপদেষ্টা কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩ জন মেয়াদ শেষে ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে লিগ্যাল নোটিশ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের রায় আগামীকাল জাপানে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি সতর্কতা

কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ০ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, রাব্বির বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।

পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে আদর্শ সদর সেনা ক্যাম্পের টহল দল সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে “পয়েন্ট রাব্বি”কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তার বিরুদ্ধে ৭টি মামলা চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩ জন

আপডেট সময় : ১১:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কুমিল্লা জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, রাব্বির বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।

পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে আদর্শ সদর সেনা ক্যাম্পের টহল দল সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে “পয়েন্ট রাব্বি”কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তার বিরুদ্ধে ৭টি মামলা চলমান।