মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগতমান ও সনদবিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার বরুরা উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, গুণগতমান সনদবিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বরুড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় বরুড়া বাজার এলাকায় অবস্থিত লোকনাথ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ফেমাস সুপার শপকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরুড়ার তলাগ্রাম এলাকায় অবস্থিত মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন বিক্রি ও বাজারজাত করে আসছিলো।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তা মো. ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.