কুমিল্লা জেলায় আজ আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ বিভিন্ন প্রকারের দু’লাখ ৯৮ হাজার দুইশ’টি ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোষ্টের চাঁনপুর নামক স্থান থেকে এসব অবৈধ ভারতীয় বাজি জব্দ করা হয়।
আজ শনিবার দুপুর দুইটায় এ ঘটনা নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোষ্ট এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমারন্তর শূন্যলাইন হতে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার দু’লাখ ৯৮ হাজার দুইশ’টি বাজি আটক করা হয়। জব্দকৃত বাজির মূল্য আনুমানিক ৫৯ লাখ ৬৪ হাজার টাকা।১০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.