কুষ্টিয়ায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের বিশ্ব মানবাধিকার দিবস পালন

- আপডেট সময় : ০১:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

সুমন শেখ, কুষ্টিয়া প্রতিনিধি : মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতির দাবীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়ায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এসময় বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় প্রধান সাংবাদিক সোহেল পারভেজ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, দেশ টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাসসহ সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের কুষ্টিয়ার সহ-সভাপতি এ্যাড. হাবিব,যুগ্ন সাধারন সম্পাদক আরেফিন সাগর, ইরফান রানা, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান, সুমন শেখ, অনিক হাসান, সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন, সহ মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সাধারন মানুষ।
এসময় বক্তারা বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। অনিয়ম ও দুর্নীতি রুখে দিতে সবার সম্মিলিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও তারা বলেন, আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকে।
নারীরা যদি অর্থনৈতিভাবে স্বাবলম্বী হয় তাহলে এই নারী নির্যাতনের হার অনেকাংশ কমে যাবে। নারীরা যেন আগামীতে বৈষম্যের শিকার না হয় সেজন্য সমাজের সকল ব্যক্তি ও সংগঠনকেও এগিয়ে আসতে হবে। এছাড়াও কোথাও মানবাধিকার লঙ্ঘন হলেই সেখানে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার সচেতনতায় সংরক্ষিত হবে মানবাধিকার, এতেই মিলবে সুন্দর সমাজ।