নেতানিয়াহু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গাজাবাসীর ওপর হত্যাযঞ্জ চালিয়ে যাচ্ছেন বলে ইসরাইলি নাগরিকদের নিয়ে সবশেষ এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। শুক্রবার ইসরাইলে সংবাদমাধ্যম ‘ইসরাইল টাইমস’ পরিচালিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরাইলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী।
তেল আবিব থেকে এএফপি এই খবর জানায়। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ ইসরাইলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬ শতাংশ বলেছেন জিম্মিদের ফেরত নেয়া আর ৯ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন। হামাসের হাতে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি, এমন প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি।
আর ৯ শতাংশ বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কি-না জানতে চাওয়া হলে, ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন তিনি তা করতে পারেননি, ৩৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন। আর ৪ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।
বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছিলেন, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলের প্রতিনিধিদলের সবশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না। ইসরাইলের প্রধানমন্ত্রীর এই কথা কি তারা বিশ্বাস করেন? জানতে চাইলে ৫৮ শতাংশ বলেছেন, তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না, ৩০ শতাংশ বলেছেন তারা প্রধানমন্ত্রী কথার বিশ্বাস করেন। আর ১২ শতাংশ বলেছেন যে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.