প্রায় এক দশকের মধ্যে ব্রাজিলের আমাজনে বার্ষিক বন উজাড়ের সর্বনিম্ন পরিমাণে অভিজ্ঞতা লাভ করেছে, বনের ক্ষতি মোকাবেলার প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সরকার এই রিপোর্ট প্রকাশ করেছে। ব্রাসিলিয়া থেকে এএফপি এখবর জানায়।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই)-র প্রতিবেদন অনুসারে, আগস্ট ২০২৩ থেকে শুরু হওয়া এক বছর সময়কালে বন উজাড় ৩০.৬ শতাংশ কমেছে। আইএনপিই পরিচালক গিলভান অলিভেরা বলেছেন, ওই সময়ে ৬,২৮৮ বর্গকিলোমিটার (২,৪২৭ বর্গ মাইল) বন ধ্বংস করা হয়, যা ‘গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন।
দক্ষিণ আমেরিকার প্রায় ৪০ শতাংশ জুড়ে থাকা আমাজন রেইনফরেস্ট গত শতাব্দীতে কৃষি এবং গবাদি পশুপালন, জ্বালানি কাঠ এবং খনির বিস্তার এবং শহুরে বিস্তৃতির কারণে তার প্রায় ২০ শতাংশ এলাকা বন উজাড়ের জন্য হারিয়েছে। লুলা ২০৩০ সালের মধ্যে অ্যামাজনের অবৈধ বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তিনি কিছু কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর বাধার মুখে পড়েছেন।
আইএনপিই-এর প্রতিবেদন অনুসারে আমাজন ছাড়াও, মধ্য ব্রাজিলে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রজাতি-সমৃদ্ধ সাভানার সেরাডোর ২৫.৭ শতাংশ বা ৮,১৭৪ বর্গ কিলোমিটার হ্রাস পেয়েছে। দুটি ভিন্ন বায়োম সম্প্রতি ঐতিহাসিক খরা এবং পরবর্তীতে দাবানলের বিস্তারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা আজারবাইজানের বাকুতে কপ২৯ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের কয়েকদিন আগে কার্বন নিঃসরণ কমাতে ব্রাজিলের চাপের অংশ হিসাবে ‘উল্লেখযোগ্য হারে’ হ্রাসকে স্বাগত জানিয়েছেন। লুলার ডানপন্থী পূর্বসূরি জাইর বলসোনারোর সময়ে বন উজাড় নাটকীয়ভাবে বেড়ে যায়, তার সময়ে আমাজন বন উজাড় আগের দশকের গড় তুলনায় ৭৫ শতাংশ বেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.