২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে। এ সময়ের মধ্যে ২৮ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যার এই সংখ্যা ২০২৩ সালের চেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮৯১ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৫ হাজার ৫৬৯ জন আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২০২৪ সালে ৩৬৩ জন সেনা নিহত হয়েছে, যেখানে ২০২৩ সালে ছিল ৫৫৮ জন। এর আগে ২০২২ সালে ৪৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.