গাজীপুর জেলা নগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় গতকাল মঙ্গলবার রাত ২ টায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জেলার মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তাজ উদ্দীন জানান, আজ বুধবার সকাল ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
গতরাত ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টুন তৈরি করা হতো। রাত ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত কারখানার ভেতর ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, আজ বুধবার ডেলিভারি দেওয়ার জন্য সেখানে বিপুল পরিমাণ তৈরি করা মাল সংরক্ষিত ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.