ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গাজীপুরে বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আজ বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বনবিভাগ। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের অধীনে তেলিহাটি এলাকায় বনের জায়গায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঢাকা বন বিভাগের উদ্যোগে পরিচালিত এ উচ্চেদ অভিযানকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানসহ ঢাকা বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।বনবিভাগ সূত্রে জানা যায়, জেলায় শ্রীপুর রেঞ্জের আওতাধীন তেলিহাটির তালতলি ও মুরগীর বাজার এলাকায় অবৈধ দখলদারদেরকে সরে যাওয়ার জন্য একাধিকবার নোটিশ ও মাইকিং করে জানিয়ে দেয়া হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি।

পরবর্তিতে আজ শনিবার সকালে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানকালে বনবিভাগের জায়গায় গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কেউ বনের জায়গায় অবৈধ স্থাপনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ দখলদারিত্বের কবল থেকে বনভূমি বাঁচাতে এধরনের অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১২:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আজ বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বনবিভাগ। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের অধীনে তেলিহাটি এলাকায় বনের জায়গায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঢাকা বন বিভাগের উদ্যোগে পরিচালিত এ উচ্চেদ অভিযানকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানসহ ঢাকা বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।বনবিভাগ সূত্রে জানা যায়, জেলায় শ্রীপুর রেঞ্জের আওতাধীন তেলিহাটির তালতলি ও মুরগীর বাজার এলাকায় অবৈধ দখলদারদেরকে সরে যাওয়ার জন্য একাধিকবার নোটিশ ও মাইকিং করে জানিয়ে দেয়া হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি।

পরবর্তিতে আজ শনিবার সকালে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানকালে বনবিভাগের জায়গায় গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কেউ বনের জায়গায় অবৈধ স্থাপনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ দখলদারিত্বের কবল থেকে বনভূমি বাঁচাতে এধরনের অভিযান নিয়মিত চলবে।