নগরীর ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, তাদেরকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী কিংবা সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদেরকে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের মধ্যে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. তরিকুল ইসলাম (২৭), নুরুল কবির (৪২), ইমাম হোসেন রাহাত (২০), মনজুর (৫৫), শাহেদ (৩৩), সেকান্দর (৩১), কবির হোসেন (৩৯), শাহাবুদ্দিন (৩৫), জিসান (২২), মামুন মিয়া (২০), রাশেদ প্রকাশ রাহুল (২২), মুছা (৪০), শাহ আহম্মেদ প্রকাশ বাহার, সাগর (২৪), মেহেদী হাসান (২২), মিশু (৩৬), মো. হোসেন (২৬), ইউনুছ নবি (১৯), সোহেল (৩২)।
জাকির হোসেন বাপ্পি (২৭), শুভ দে (২৬), মো. রাশেদ (৩৪), মো. ফারুক (২৪), আব্দুল আউয়াল (৩০), আব্দুল রহিম (১৮), সৈয়দ আবেদ হোসেন (৪৫), জাহিদ হারুনী (৪৪), ফারুক (৩৮), জহির ইসলাম (২৭), রাজু (২০), আবিদ হাসান উজ্জল (৩২), শাকিল (২০), সুভাষ দাশ (৩৭), আলী আকবর সায়মন (২৫), শাহজাহান (১৯), সিফাত হোসেন (২০), মো. জুয়েল (২১), আব্দুল কাদের (৩৫) ও ইব্রাহীম (৩৯)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.