পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (২ মার্চ) বাজার মনিটরিং টাস্কফোর্স রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় এবং নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়।
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০টাকায় বিক্রয় করা হবে। কোতোয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এদিকে আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর রিয়াজুদ্দিন বাজারে।
সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় বিভিন্ন খোলা মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগির ডিম, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.