ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে মুগ্ধ দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে জিম্মিদের মুক্তি দেবে হামাস রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮৬৪, আহত ১৪ হাজার শনাক্ত: স্বাস্থ্য উপদেষ্টা আবারও বাড়লো সয়াবিন তেলের দাম, লিটারে ১৪ টাকা ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আমাদের সুযোগ তৈরি হয়েছে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করলো বাংলাদেশনির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না: সালাহ উদ্দিন ইসরাইলি হামলায় গাজা হাসপাতাল ক্ষতিগ্রস্ত: বেসামরিক প্রতিরক্ষা

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :  যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ার চট্টগ্রামের আনোয়ারার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন ২৩ দিন পর পুনরায় শুরু হয়েছে। আজ রোববার সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি মাসের ৩ জানুয়ারি কারখানাটি বন্ধ হয়ে যায়।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কেবল ৫ দিন চালু ছিল রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা ১০ মাস পর গত বছরের ১৩ অক্টোবর পুনরায় সার কারখানাটি চালু হয়। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এভাবেই গত কয়েক বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি কখনো গ্যাস সংকটে বন্ধ থাকে কারখানাটির উৎপাদন।

সিইউএফএল সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট এবং যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে আড়াই লাখ মেট্রিক টনের মতো ইউরিয়া সার উৎপাদিত হয়েছে। কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসি’র অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে।

অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়। এদিকে কারখানাটির উৎপাদন ক্ষমতা কমে আসছে বলে সিইউএফএলের কর্মকর্তারা জানান। চালু হওয়ার সময় ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি।

পাশাপাশি দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, শনিবার রাত আড়াইটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানার রিয়েক্টর, প্রাইমারি রিফর্মার পরিবর্তন করতে হবে। আর আরসিফর্ম ২টার মধ্যে একটা চালু, আরেকটি বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু

আপডেট সময় : ১১:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি :  যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ার চট্টগ্রামের আনোয়ারার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন ২৩ দিন পর পুনরায় শুরু হয়েছে। আজ রোববার সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি মাসের ৩ জানুয়ারি কারখানাটি বন্ধ হয়ে যায়।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কেবল ৫ দিন চালু ছিল রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা ১০ মাস পর গত বছরের ১৩ অক্টোবর পুনরায় সার কারখানাটি চালু হয়। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এভাবেই গত কয়েক বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি কখনো গ্যাস সংকটে বন্ধ থাকে কারখানাটির উৎপাদন।

সিইউএফএল সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট এবং যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে আড়াই লাখ মেট্রিক টনের মতো ইউরিয়া সার উৎপাদিত হয়েছে। কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসি’র অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে।

অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়। এদিকে কারখানাটির উৎপাদন ক্ষমতা কমে আসছে বলে সিইউএফএলের কর্মকর্তারা জানান। চালু হওয়ার সময় ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি।

পাশাপাশি দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, শনিবার রাত আড়াইটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানার রিয়েক্টর, প্রাইমারি রিফর্মার পরিবর্তন করতে হবে। আর আরসিফর্ম ২টার মধ্যে একটা চালু, আরেকটি বন্ধ রয়েছে।