জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ তুলে চীনের ৩৭ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপকৃত চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় ১৫০টিতে। এএফপি জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো খনি, পোশাক এবং সোলার শিল্প সংশ্লিষ্ট। এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রপ্তানিকরণের কাজ করে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলছেন, চীনভিত্তিক ৩৭টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট-এর ভিত্তিতে। এর ফলে এসব কোম্পানি পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না। প্রসঙ্গত, উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন ২০২১ সালে আমেরিকাতে আইনে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2025 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.