রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন সেট ও দেড় শতাধিক হেডফোনসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাফি আলম (৩৪)। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর ১২ টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১০৭টি মোবাইল ফোন সেট ও ১৮৬টি হেডফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল ফোন বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, মাতুয়াইল এলাকায় যাত্রাবাড়ী থানার দুটি টহল টিম কাজ করছিলো।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন সেট নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটিকে ধাওয়া করে দুপুর ১২ টায় মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থামানো হয়। পরে সেই প্রাইভেটকারটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়।
এসব মোবাইল ফোন সেট ও হেডফোনের সপক্ষে প্রাইভেটকারের চালক সাফি আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সাফি আলমকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা মোবাইল ফোন সেটগুলো ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করার কথা ছিলো। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.