ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ব্রিটেন যাওয়ার চেষ্টাকালে বুধবার ভোরে দুইজনের মৃত্যু হয়েছে।ফরাসি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে লিলে থেকে এএফপি জানায়, ডুবে যাওয়া নৌকা থেকে আরো ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
চ্যানেল প্রিফেকচার জানায়, ক্যালাইস বন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সকাল ৮ টার (গ্রিনীচ মান সময় ০৬০০ টা) পরেই ছোট নৌকাটি ডুবে যায়। সাহায্যের জন্য কাছাকাছি বেশ কটি জাহাজকে ডাকা হয়। বিপজ্জনক যাত্রা সম্পর্কে বারবার সতর্ক করা সত্ত্বেও ২০১৮ সাল থেকে অনিবন্ধিত আশ্রয়প্রার্থীদের চ্যানেল অতিক্রমের চেষ্টা বেড়েছে।
গত সপ্তাহে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ওভারলোড নৌকায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যু পর বুধবারের এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই প্রাণহানির ফলে এ বছর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা অন্তত ৫৪ জনে দাঁড়িয়েছে। ইউকে হোম অফিসের পরিসংখ্যান অনুসারে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি অভিবাসী ব্রিটিশ উপকূলে এসে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ পালোয়ান রুহুল আমিন ঢালী (বীর মুক্তিযোদ্ধা)
যোগাযোগঃ মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী কমপ্লেক্স, ২১৩/১ ( ৪র্থ তলা), শাহবাগ, ঢাকা- ১০০০
ফোনঃ ০২-৪৪৬১২০৩১, ৪৪৬১২০৩২
মোবাইলঃ ০১৮১৯২১১৩২৭, ০১৭৭৭১৮৯৯৫৯
Copyright © 2024 দৈনিক অগ্নিকন্ঠ. All rights reserved.