জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ : ক্রীড়া উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ। অভ্যন্তরীণ ও ভারতের সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। উপদেষ্টা আজ কৃমিল্লার মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না।
আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহিদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে ‘কুমিল্লা‘ নামেই হবে। এরআগে দুপুরে মুরাদনগর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে।
এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহকান জানান উপদেষ্টা। কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।