জয়পুরহাট থেকে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি দুই ঘন্টা পর ছেড়ে গেছে
- আপডেট সময় : ১১:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে বৃহস্পতিবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনার দুই ঘন্টা পর বিকল্প ইঞ্জিন এসে উদ্ধার করে নিয়ে যায়।
পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের লোক মাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুব ওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পারর্বতীপুর থেকে আরেকটা বিকল্প ইঞ্জিনএসে সকাল ৯ টায় বিকল ইঞ্জিনসহ ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায়।
জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পাঁচবিবি রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও বিরামপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সহকারী লোক মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগনাল অতিক্রম করার সময় ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়।
লোক মাস্টার সাইফুল আজম বলেন, লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ বিকল হওয়ায় ঘটনা ঘটে । দুই ঘন্টা পরে পারর্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে নিয়ে যায়। এতে বেলা ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম।